বিষয়বস্তুতে চলুন

পাতা:পথের দাবী নাটক.djvu/৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় দৃশ্য পথের দাবী o অপূৰ্ব্ব । সে আপনাদের ডাক্তারকেই জিজ্ঞেস করবেন। বাপ, ক্রোশ তিনেক হঁটিয়ে আবার এইখানেই দিযে গেলেন। ভারতী। হঁাটাই সার হোলো । অপূৰ্ব্ব । শেষটা লাভেরই হোলো দেখচি । ভারতী । তাই নাকি ! অপূৰ্ব্ব । অস্বীকার করবার উপায় নেই। ভাবতী । বড় তাড়াতাড়ি উন্নতি হচ্ছে । অপূৰ্ব্ব । পর্থেব দাবীতে নাম লিখিয়েচি বে। ভারতী ! হু । সন্ধ্যে আহিকেব বালাই আছে, না গেছে ! অপূৰ্ব্ব । যায় নি। মাত্র এ জীবনে যাবেও না । ভাবতী। তা হলে কাপড় এনে দি । ওগুলো সব ছেড়ে ফেলুন। অপূৰ্ব্ব । আপনাব দেওয়া কাপড় পরে সন্ধে আহ্নিক করা যায় নাকি ! ভারতী। আগে দেখুন কি দিই। অপূৰ্ব্ব । জানি, তসর কিংবা গরদ । কিন্তু তার দরকার নেই। ভারতী । সন্ধ্যে করবেন না ? অপূৰ্ব্ব । না। ভারতী। থাবেন না ? অপূৰ্ব্ব । না । ভারতী। সত্যি ? অপূৰ্ব্ব । তামাসা করচেন নাকি । ভারতী । আপনার সাধ্য কি উপোস করে থাকেন ! ( কাপড় আনিল) এই নিন। একেবারে নির্ভাজ নতুন। ওই ঘরটায় যান। হাত মুখ ধুয়ে মনে মনে সন্ধ্যে আছিকটা ওইখানে সেরে নিন। ভয়ঙ্কর কিছু অপরাধ হবে না ।