পাতা:পথের দাবী নাটক.djvu/৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१३ পথের দাবী ध्रेिरठौश्रु बन्ह ভারতী ! এই ছাই পাশ মরে গেলেও আপনাকে আমি খেতে দিতে পারব না। আপনি উঠুন। অপূর্ব। ত৷ আমি খাব কি ? ভারতী। দেখি আর কি ব্যবস্থা করতে পারি। উঠুন ! উঠন ! অপুৰ্ব্ব দীর্ঘনিশ্বাস ফেলিখা উঠিল। ভারতী চলিযা গেল। অপূৰ্ব্ব ভাতের থালীর দিকে দেখিল তারপর ইজিচেয়ারে শুইবা আপন মনে বলিল-- অপুৰ্ব্ব । মতলপ বোঝাই দায় । ভারতী । ( বাহিরে ) দেবী করো না যেন । ভারতী ঘরে ঢুকিল আগে বলে গেলে এত কাও হোত না । অপূৰ্ব্ব । যেতে দিলেন না, তাতেও দণ্ড শেষ গুণে না । ডাক্তারবাবু বললেন—চলুন ফিরে চলুন। তাই তো ফিৰে এলুম। ভারতী। ও । ডাক্তার বল্লেন । আমি ভেবেছিলুম আপনি ইচ্ছে করেই ফিরে এসেচেন । অপূর্ব উঠিয়া বসিল অপূৰ্ব্ব । কথখনে না, নিশ্চয় না। ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করে দেখবেন । ভারতী । কাজ কি আমার আত জিজ্ঞাসা পড়ার 1 অপূৰ্ণ আবার শুইযা পড়িল। একটি জাপানি সাজিতে কতগুলি ফল, একখানা বাটি আর একগান থালা লইয়া ভুলু্য প্রবেশ করিল এই ষে এসেছে ভুলুরা। রাখ এইখানে। ভাতের থালা তুমি নিয়ে যাও। আমি ছুয়ে দিয়েছি বলে উনি খেতে পারবেন না।