ግ8 পথের দাবী দ্বিতীয় অঙ্ক অপূৰ্ব্ব । হাসবেন না, হাসবেন না। পুরুষ মানুষ বটিতে কাটতে পাবে না, সবাই জানে। ভারতী। তাই বলে এমন । ন্তেওয়াবী ভালো হয়ে গেলেই মাকে আমি চিঠি লিখে দোব। হয় তিনি আমুন আর না হয় তার ছেলেকে নিয়ে যান । অপূৰ্ব্ব । ফেববার পথে তো আপনিই কাটা দিলেন। ভারতী । মানে ? অপূৰ্ব্ব । পথের দাবীতে নাম লিখিয়ে পুলিশের খাতায় নাম তুলে দিলেন। আজ ডাক্তারের খোজ করচে, দু’দিন বাদে আমাকে ধরে জেলে দেবে } ভারতী । তা হলে আমাকেও নিশ্চৰ্য দেবে। অপূৰ্ব্ব । তাতে আমাব দুঃখের লাঘব হবে না । ভারতী। একই জেলে যদি দুজনকে পুরে দেয় ? অপূৰ্ব্ব । থামুন, থামুন। জেল টেল নিয়ে অমন করে ঠাট্টা কববেন না। কখন টিকটিকি ডেকে উঠবে আর মুখের বাক্যি ফলে যাবে। ভারতী ! মেয়ে মানুষের মতে কথা বলতে পারেন, আর মেয়ে মানুষের মতে ফল কাটতে পারেন না ? অপূৰ্ব্ব। কথাগুলো বোদিদের মুখ থেকে শুনিচি । ভারতী। বোদিদের কথা না শিখে কাজগুলে শিখে নিলে এত কষ্ট পেতে হতো না । অপূৰ্ব্ব । বাড়ীতে দুটা বট। তবু মাকে আমার নিজে রোধে খেতে হয়। দাদার ছেনে না থান না এমন জিনিষ নেই। তবুও এমনি মা কারু ওপর জোর করেন না । ভারতী। মা বুঝি ভয়ানক হিন্দু ?
পাতা:পথের দাবী নাটক.djvu/৮৫
অবয়ব