পাতা:পথের দাবী নাটক.djvu/৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ দৃশ্ব পথের দাবী br) থেনমং । ওকে এখুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। এখুনি— ব্রাউন, চ্যাঙ ও মেযের ধরাধরি করিয়া ব্লtঠমোহনকে বাহিরে লইযা গেল । পেনমং ছযারের বাহিরে ভাহীদের পৌছাইয ফিরির আসিল । সেই অবসরে ডাক্তার ঘরের চারিদিক দেখিয লইল coins | Who are you, please ? ডাক্তার । মং সাহেবের আকৃত্রিম বন্ধ । থেনমং । সব্যসাচী ! Ułogotá al, ol, A shawl merchant from Peshawar I থেনমং । তুমি কেন এলে বন্ধ ? পুলিশ নিস্তা তোমায় খুঁজে বেড়াচ্ছে । ডাক্তাব । পুজক । শাল মাৰ্‌মেণ্ট গোলাম মহম্মদকে তারা তো ধরে নিযে লাগে না । থেনমং । আচ্ছ। বন্ধু, আমার জামাই কি পাচবে না ? ডাক্তার। হাসপাতালে পৌছুতে দেরী হলে কি হয় বলা যায় না। কিন্তু একি ! আসামী কোথায় ? সবে পডল পে। দেখ বন্ধু, দেখ— থেনমঃ । কি অীব দেখবো বন্ধু । সেও আমার জামাই । চাবটি মেয়ে চারটি জামাই, প্রত্যেকে প্রত্যেকেব শক্র । ডাক্তাব । তাই তো ! থেনমং । তুমি বলেছিলে জাতীয়তাব চেয়ে আন্তর্জাতিকতা বণ্ড । তাই আমি বিয়েতে বাধা দিই নি । ফল তো চোথেই দেখলে । ডাক্তার। আধীর আন্তর্জাতিকতার অর্থ তো এ নয়, থেনমং । আমি চাই জাতেব ব্যবধান ঘুচে যাকৃ, বর্ণের পার্থক্য, ধৰ্ম্মের পার্থক্য লোপ পাক, সকল কুসংস্থার সবলে সবিয়ে দিয়ে মান্তষ মানুষের ჯ)