প্রথম দৃপ্ত পর্থেব দাবী 切ア@ পাঁচকড়ি । একট পয়সা নাই যে এক ফোটা ওষুধ এনে দি । অপূৰ্ব্ব ৷ পয়সা নেই কেন ? পাচকডি । পুলির শেকল পড়ে ডান চাতটা জখম হয়ে গেছে। মাসথানেক কাজে বেরুতে পাবিনি। পয়স থাকবে কি করে বাবু মশায় ? অপূৰ্ব্ব। কারখানাব ম্যানেজাব ব্যবস্থা কবেন নি ? পাচকড়ি । আপনি দেখচি কিছুই জানেন না, বাবু দিন-মজুর আমবা। কাজ কবলে হস্তা পাব, কামাই করলে নয়। তা অমুখই হোক জীব যাই চোক । বিশ বছর কাজ কচ্ছি মশাই, তবু দয়াও নেই, মাযাও নেই । মাচার ওপর থেকে মাণিক কঠিল— মাণিক। কিছু নেই জেনেই তো মদ খেয়ে মজা লুটি । অপূৰ্ব্ব । ( উপর দিকে চাঙ্গিয় ) ওখানে উঠে বসে আছ কেন ? পাচকড়ি। মাণকের রোজগার কম । গোটা ঘব ভাড়া নিতে পারে না । অল্প ভাড়া দেয়, ঐখানেই থাকে ! অপূৰ্ব্ব । ঐখানেই থাকে? মাণিক। শুধু একাই থাকি না মশাই, দস্তুব মত পরিবার নিষে থাকি । পাঁচকড়ি। চুপ কয়ূ মাণকে ? মাণিক। লজ্জা কিসের ? বাবুবা দোতলায় থাকে না ? এও আমার দোতলা । কিছু কম আছি নাকি রে । মুশীলা গুlরামজাদী সেই যে গেল, এখনও ফেরবাব নাম নেই। ভারতী আগাইব আসিল ভারতী। তোমার ছেলেমেয়েদের দেখলুম পাঁচকড়ি। সেরে উঠবে,
পাতা:পথের দাবী নাটক.djvu/৯৬
অবয়ব