পাতা:পথের পাঁচালী.djvu/৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
পথের পাঁচালী
পথের পাঁচালী

পথের পাচাঙ্গ & করা হইয়াছিল—পিতম নামক কোনো লোকের সেখানে কাসারির দোকান নাই বা উক্ত চেহারার কোনো লোকও সেখানে নাই । কয়েক মাস কাটিয়া গিয়াছে। ভাদ্র মাল । অপু বৈকাল বেলা বেড়াইতে যাইবার সঙ্কল্প করিতেছে, এমন সময় তাহার মা পিছনে ডাকিয়া বলিল —কোথায় বেরুচ্চিস রে অপু ?-চাল ভাজা আর ছোলা ভাজা ভাজচি–বেরিও না যেন।" এন্থনি খাবি– অপু শুনিয়াও শুনিল না—যদিও সে চাল-ছোলা ভাজা খাইতে ভালবাসে বলিয়াই ম| তাহার জন্য ভাজিতে বসিয়াছে, ইহা সে জানে—তবুও সে কি করিতে পারে ?—এতক্ষণ কি খেলাটাই চলিতেছে BBBD BBBS BB BBB BBB BBBB B BBBS BB BB BDD BBB BBSBBB नःि । —ও অপু, বা রে, দ্যাথো মজা ছেলের । গরম গরম খাবি–আমি তাড়াতাড়ি ঘাট থেকে এসে ভাজতে লাগ লাম-ও অপু-উ-উ— অপু এক ছুট দিয়া নীলুদের বাড়ী গিয়া পৌছিল। অনেক ছেলে জুটিয়াছিল, অপু আসিবার আগেই খেলা সাঙ্গ হইয়া গিয়াছে। নীলু বলিল-চল অপু দক্ষিণ মাঠে পাখীর ছানা দেখতে যাবি ? অপু রাজি হইলে দুজনে দক্ষিণ মাঠে গেল । ধান ক্ষেতের ওপারেই নবাবগঞ্জের বাধা সড়কটি পূর্ব পশ্চিমে লম্বা হইয়া যেন মাঠের মাঝখান চিরিয়া চলিয়া গিয়াছে। গ্রাম হইতে এক মাইলের উপর হইবে । অপু এতদূর কখনো বেড়াইতে আসে নাই—তাহার মনে হইল যেন সমস্ত পরিচিত জিনিসের গণ্ডী ছাড়াইয়া কোথা কতদূরে ggS DDBB BBB BBBS BBBB BBBB BB BBBS BB BB BBBS BBD D BBBS সনে হয়ে যাবে, আমি এক গাবতলার পথ দিয়ে যেতে পারবো না। তুমি বাড়ী চল— BBBBBDDS BB BD DDDD BBB S BBBBS BBBS BBBBB BBB BD DDDBDD gBB BB BBBS BB BBBS BB DDBB BBBB B BBB BBS BBB BBB DD DDDS আসিতেছে—এমন সময় চলিতে চলিতে নীলু হঠাং থমকিয় দাড়াইয়া অপুর কচুই-এ টান দিয়া সম্মুখ দিকে চাহিয়৷ ভয়ের স্বরে বলিল—ও ভাই অপু ! অপু সঙ্গীর ভয়ের কারণ বুঝিতে না পারিয়া বলিল—কি রে নীলুদা ? পরে সে চাহিয়া দেখিল, যে মুড়ি পথট দিয়া তাহার। চলিতেছিল, তাহ কাহীদের উঠানে গিয়া শেষ হইয়াছে—উঠানে একখানা ছোট্ট চালাঘর ও একটা বিলাতী আমড়ার গাছ। তাছার কোন কথা জিজ্ঞাস করিবার পূৰ্ব্বেই নীলু ভয়ের স্বরে বলিয়া উঠিল-মাতুরী ডাইনীর বাড়ী ! BBB DD BBDD BBBSBBB BBBB DD S BBBBB BBBB BBB BBB পড়িয়াছে। কে না জানে যে ওই উঠানের গাছে চুরি করিয়া বিলাতী আমড়া পাড়িবার অপরাধে ডাইনীট জেলেপাড়ার কোন এক ছেলের প্রাণ কাড়িয়া লইয়া কচুর পাতায় বাধিয়া জলে ডুবাইয়।