পাতা:পথের সাথী.djvu/১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পথের সাথী ১১


না দেখান এবং ঈশবরের প্রতি মন স্থির রাখা একান্ত প্রয়োজন।

দুঃখ, কষ্ট, ক্ষতি, ব্যাধি ইত্যাদি- এসব তোমার পূর্ব্ব কর্ম্ম ফলেই ঘটিতেছে; আনন্দের সহিত এগুলি সহ্য করিবে। মনে রাখিবে এসবই ক্ষনস্থায়ী। আর যখন তাহাদিগকে পরিবর্ত্তন করিবার তোমার কোন ক্ষমতা নাই সুতরাং তাহাদের জন্য বৃথা মানসিক শান্তি নষ্ট করিয়া ফল কি। বরং বর্ত্তমানে যাহা করিতেছ তাহাই সব করিবার চেষ্টা কর; কারণ ঐগুলিই ( ঐ কাৰ্য্যাবলীই ) তোমার ভবিষ্যৎ জীবনে সুখ দু;খের কারন হইবে।

গৃহস্থের দাসদাসীগণ যেরূপ তাহাদের প্রভূর সন্তান সন্ততি ও অন্যান্য দ্রব্যের যন্ত লয়, তুমি ও তোমার আত্মীয় সবাজন ও অন্যান্য দ্রব্যের প্রতি ঠিক সেইরূপ যত্ন লইবে, মনে মনে স্থির ধারনা রাখিবে যে তোমার নিজের বলিয়া কিছুই  

মল ত্যাগের পর শৌচান্তে ভাল করিয়া সাবান বা মাটী দ্বারা হাত পরিষ্কার করিয়া ধুইবে।