পাতা:পথের সাথী.djvu/২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

so - “স্বল্পমপহু ধৰ্ম্মস্ত ত্রায়তে মহতো ভয়াৎ " (৬) নিজের ইচ্ছামত কাজ হইল না বলিয়া দুঃখিত হইও না, কারণ তোমার ইচ্ছা অনুসারে যে সব কাজ হইবে ইহার কি মানে আছে । I তোমাতে যখন “তিনি রহিয়াছেন, তখন সবই রহিয়াছে : | তাহা তোমাকে চেষ্টা করিয়া প্রকাশ করিতে হইবে, বাহির হইতে কিছু আসিবে না। | পাখিব পদার্থের প্রতি মমতা শূন্ত হইয় তাহার জন্তু আকুল হইতে পরিলেই তিনি নিজেই প্রকাশ পাইবেন। - চাই প্রবল আকাঙ্কা ও দৃঢ় অধ্যবসায়। নিজেকে কখনও দুৰ্বল, হীন অপবিত্র ভাবিও না। তুমি তাহার সন্তান, কাজেই ভেজম্বী, মহান ও সদা পবিত্র। - বঙ্গানুবাদ-৬ে) ধৰ্ম্ম সামান্ত হইলেও মহৎ ভষ্ম হইতে রক্ষা - করিয়া থাকে। - - নখ বড় হইলে কাটা ফেলিৰে ও তনিম্নে ময়লা জমিত্তে দিবে না।