পাতা:পথের সাথী.djvu/৮

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

ভূমিকা।

 এই পুস্তকে কয়েকটা সার কথা মাত্র লিপিবদ্ধ হইল। এইগুলি পাঠকগণ নিজ নিজ জীবনে যথাসাধ্য অভ্যাস করিতে চেষ্টা করিলে আশা করি মুক্তির পথে অগ্রসর হইতে ও শান্তিলাভ করিতে পরিবেন। করুণাময় শ্রীভগবান আমার এই উদ্দেশ্য সফল করিতে সহায় হউন।

 যদিও বাজারে এরূপ পুস্তকের অভাব নাই, তথাপি এরূপ পুস্তকের যতই বাহুল্য হয়, ততই দেশের পক্ষে মঙ্গলকর; এই বিবেচনায় এই পুস্তকখানি মুদ্রিত ও প্রকাশিত হইল। ছাপান কার্যের স�ত্বরতায় স্থানে স্থানে দু'একটা ভুল থাকিয়া গেল। আশা করি পাঠকবর্গ নিজগুণে সেগুলি ক্ষমা করিবেন।

 সহৃদয় শিক্ষক মহোদয়গণের নিকট বিনীত নিবেদন এই যে, এই পুস্তকখানিকে যদি তাঁহারা উপযুক্ত বোধ করেন তাহা হইলে স্ব স্ব বিদ্যালয়ে ইহা পাঠ্যরূপে নির্দ্দিষ্ট করিবেন। ইতি

রঘুরামপুর,

১৮ই ভাদ্র, ১৩৩৬ সাল।

নিবেদক—

গ্রন্থাকার।