পাতা:পদাবলী-মাধুর্য্য.djvu/১৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
১৩৪
পদাবলী-মাধুর্য্য

জটিলা কহত তব কাহা তঁহু মাগত,
      যোগী কহ ত বুঝই।
তেরি বধূ হাত ভিক্ হাম লওব,
      তুরিতহি দেহ পঠাই।
পতিবরতা ভিক্ লেই যব যোগী বরত
      না হোয় নাশ,
তাকর বচন শুনইতে তনু পুলকিত
      ধাই কহে বধূ পাশ।
দ্বারে যোগীবর পরম মনোহর,
      জ্ঞানী বুঝিনু অনুমানে।
বহত যতন করি, রতন ধারি ভরি,
      ভিক্ দিহ তছু ঠামে।
শুনি ধনী রাই, ‘আই’ করি উঠল,
      যোগী নিয়ড়ে নাহি যাব।
জটিলা কহত যোগী নহি আনমত,
      দরশনে হয়ব লাভ।
গোধূম চূর্ণ পূর্ণ থারি পর কনক
      কোটরি ভরি ঘিউ।
করজোড়ে রাই, লেহ করি ফুকরই
      হেরি ঘর্‌ ঘর্‌ জীউ।
যোগী কহত হাম, ভিক্ নাহি লওব,
      তুয়া বচন এক চাই।
নন্দ-নন্দন ’পর যো অভিমানসি,
      মাপ করহ ঘরে যাই।
শুনি ধনী রাই চীরে মুখ কাঁপল,
      ভেকধারী নটরাজ।
গোবিন্দ দাস কহ নটবর শেখর
      সাধি চলল নিজ কাজ।”