বিষয়বস্তুতে চলুন

পাতা:পরিব্রাজক.djvu/১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>{न्ज्ञिउच्चोंउट्क्रन्दब् ॥ --سمہمoمہم স্বামীজি ও নমো নারায়ণায়—“মো” কারটা হৃষীকেশী ঢঙের উদাত্ত কোরে নিও ভায়া। আজ সাত দিন হল আমাদের জাহাজ চলেছে, রোজই তোমায় কি হচ্চে না হচ্চে খবরটা লিখবো মনে করি, খাতা পত্র কাগজ কলমও যথেষ্ট দিয়েছ, কিন্তু ঐ বাঙ্গালী “কিন্তু" বড়ই গোল বাধায়। একের নম্বর কুড়েমি—ডায়েরি, না কি তোমরা বল, প্লাজ লিখবো মনে করি, তার পর নানা কাজে সেটা অনন্ত “কাল’ নামক সময়েতেই থাকে ; এক পাও এগুতে পারে না । দুয়ের নম্বর—তারিখ প্রভূতি মনেই থাকে না । সে গুলো সব তোমরা নিজগুণে পূর্ণ করে নিও। আর যদি বিশেষ দয়া কর তো,মনে কোরোযে মহাবীরের মতবার তিথি মাস মনে থাকতেই পারে না—রাম হৃদয়ে ৰোলে। কিন্তু বাস্তবিক কথাটা হচ্চে .এই