৯১ গেল, যে জাহাজের পেছনে বড় বড় হাঙ্গর ভেসে ভেসে বেড়াচ্ছে । জল-জেন্ত হাঙ্গর পূর্বে আর কখন দেখা যায় নি—গতবারে আসবার সময়ে সুয়েজে জাহাজ আল্লক্ষণই ছিল, তাও আবার সহরের গায় । হাঙ্গরের খবর শুনেই, আমরা তাড়াতাড়ি উপস্থিত। সেকেণ্ড কেলাসট জাহাজের পাছার উপর—সেই ছাদ হতে, বারান্দী ধরে, কাতারে কাতরে স্ত্রী পুরুষ, ছেলে মেয়ে, বুকে হাঙ্গর দেখছে। আমরা যখন হাজির হলুম, তখন হাঙ্গর মিঞারা একটু সরে গেছেন ; মনটা বড়ই ক্ষুন্ন হল । কিন্তু দেখি যে, জলে গাঙ ধাড়ার মত এক প্রকার মাছ ঝাঁকে ঝাকে ভাসছে । আর এক রকম খুব ছোট মাছ, জলে থিক থিক করছে। মাঝে মাঝে এক একটা বড় মাছ, অনেকটা ইলিস মাছের চেহারা, তীরের মত এদিক ওদিক কোরে দৌড়ুচ্ছে। মনে হল, বুঝি উনি হাঙ্গরের বাচ্ছা; কিন্তু জিজ্ঞাসা করে জানলুম—ত নয় । ওর নাম বনিটে। পূৰ্ব্বে ওর বিষয় পড়া গেছলো বটে ; এবং মালদ্বীপ হতে, উনি শুটকি রূপে, আমদানি হাঙ্গর ও বনিটে ।
পাতা:পরিব্রাজক.djvu/১০০
অবয়ব