סוג: বা জেকে তার ঘাড়ে চড়ে বসছে। ইনিই সসাঙ্গোপাঙ্গ হাঙ্গর । যে মাছগুলি হাঙ্গরের আগে আগে যাচ্ছে, তাদের নাম “আড়কাটি মাছ—পাইলট ফিস্ ।” তার হাঙ্গরকে শিকার দেখিয়ে দেয়, আর বোধ হয় | প্রসাদটfআসটা পায় । কিন্তু হাঙ্গরের সে মুখ-ব্যাদান দেখলে তারা যে বেশী সফল হয়, তা বোধ হয় না। যে মাছগুলি আশেপাশে ঘুরছে, পিঠে চড়ে বসছে, তার হাঙ্গর“চোষক” । তাদের বুকের কাছে প্রায় চার ইঞ্চি লম্বা, ও দুই ইঞ্চি চওড়া, চেপট গোলপান একটা স্থান আছে। তার মাঝে, যেমন ইংরাজী অনেক রবারের জুতোর তলায় লম্বা লম্বা জুলি কাটা কিরকিরে থাকে, তেমনি জুলি কাটা কাটা । সেই জয়গাটা ঐ মাছ, হাঙ্গরের গায়ে দিয়ে চিন্সে ধরে ; তাই হাঙ্গরের গায়ে, পিঠে, চড়ে চলছে দেখায়। এরা নাকি হাঙ্গরের গায়ের পোকা মাকড় খেয়ে বঁাচে । এই দুই প্রকার মাছ পরিবেষ্টিত না হয়ে, হাঙ্গর চলেন না । আর এদের, নিজের সহায় পারিষদ জ্ঞানে, কিছু ৰলেনও না । এই মাছ একটা ছোট
পাতা:পরিব্রাজক.djvu/১০২
অবয়ব