२ যে, সেটা বুদ্ধির দোষ এবং ঐ কুড়েমি । কি উৎপাৎ ! “ক সূৰ্য্যপ্রভবো বংশঃ”—থুড়ি হলোনা,— “ক সূৰ্য্যপ্রভববংশদ্ভূড়ামণিরামেকশরণে বানরেন্দ্রঃ” আর—কোথা আমি দীন আতি দীন । তবে তিনিও শত যোজন সমুদ্র পার এক লাফে হয়েছিলেন, আর আমির কাঠের বাড়ীর মধ্যে বন্ধ হয়ে, ওছল পাছল কোরে,খোটা খুঁটি ধোরে চলৎশক্তি বজায় রেখে, সমুদ্র পার হচ্চি। একটা বাহদুরি আছে – তিনি লঙ্কায় পৌঁছে রাক্ষস রাজুসীর চাদমুখ দেখেছিলেন, আর আমরা রাক্ষস রাক্ষুসীর দলের সঙ্গে যাচ্চি। খাবার সময় সে শত ছোরার চক্চকানি আর শত কাটার ঠকঠকানি দেখে শুনে তু—ভায়ার.ত আকেল গুড়,ম। ভায়া থেকে থেকে সিটিকে উঠেন, পাছে পাশ্ববৰ্ত্তা রাঙ্গাচুলো বিড়ালাক্ষ ভুলক্রমে ঘ্যাচ কোরে ছুরিখানা তারই গায়ে বা বসায়- ভায়৷ একটু নধরও আছেন কিনা। বলি হ্যাগ,সমুদ্র পার হতে হনুমানের সি-সিক্নেস গু হয়েছিল কিনা, সে Tনক সি-সিকূনেস-জাহাজের দুলুনিতে মাথাঘোরা এবং বমনাদি হওয়ার নাম।
পাতা:পরিব্রাজক.djvu/১১
অবয়ব