> * > বোঝা কমুক ; টান ভাই টান এ যে রক্তের ফোয়ারা হে | আর কাপড়ের মায়া করলে চলবে না। টান এই এলো । এইবার জাহাজের উপর ফেল ; ভাই হুসিয়ার, খুব হসিয়ার, তেড়ে এক কামড়ে একটা হাত ওয়ার—আর ঐ ল্যাজ সাবধান । এইবার, এইবার দড়ি ছাড়— ধূপ বাবা, কি হাঙ্গর ! কি ধপাৎ কোরেই জাহাজের উপর পড়লো ! সাবধানের মার নেই—ঐ কড়ি কাঠখান দিয়ে ওর মাথায় মার—ওহে ফৌজি ম্যান, তুমি সেপাই লোক, এ তোমারি কায ।–“বটে ত”। রক্ত মাখ। গায়, কাপড়ে, ফৌজি যাত্রী, কড়ি কাঠ উঠিয়ে, দুম ঘুম দিতে লাগলো হাঙ্গরের মাথায় । অণর মেয়েরা—আহ৷ কি নিষ্ঠুর, মের না ইত্যাদি চীৎকার করতে লাগলো—অথচ দেখতেও ছাড়বে না। তারপর সে বীভৎস কাণ্ড এই খানেই বিরাম হোক । কেমন কোরে সে হাঙ্গরের পেট চেরা হল, কেমন রক্তের নদী বইতে লাগলো, কেমন সে হাঙ্গর ছিন্ন অন্ত্র, ভিন্ন দেহ, ছিন্ন হৃদয় হয়েও কতক্ষণ র্কাপত্তে লাগলো ; কেমন কোরে
পাতা:পরিব্রাজক.djvu/১১০
অবয়ব