পাতা:পরিব্রাজক.djvu/১১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

७ोप्लीन अिीक ও রোমের সম্বন্ধ । >)o প্রবন্ধ অথবা বাইবল নামক য়াহুদী পুরাণের অত্যন্তত বর্ণনা মাত্র। এখন পুরাণে পাথর, বাড়ী, ঘর, টালিতে লেখা পুথি, আর ভাষাবিশ্লেষ শত মুখে গল্প করছে। এ গল্প এখন সবে আরম্ভ হয়েছে, এখনই কত আশ্চর্য্য কথা বেরিয়ে পড়েছে, পরে কি বেরুবে কে জানে ? দেশ দেশান্তরের মহা মহা পণ্ডিত দিন রাত এক টুকরো শিলালেখ বা ভাঙ্গা বাসন বা একটা বাড়ি বা একখান টালি নিয়ে মাথা ঘামাচ্ছেন, আর সেকালের লুপ্ত বার্তা বার করছেন । r* যখন মুসলমান নেতা ওস্মান, কনষ্টাণ্টিনোপল দখল করলে, সমস্ত পূর্ব ইউরোপে ইসলামের ধ্বজা সগৰ্ব্বে উড়তে লাগল, তখন প্রাচীন গ্রীকদিগের যে সকল পুস্তক, বিদ্যাবুদ্ধি তাদের নির্বর্য্য বংশধরদের কাছে লুকান ছিল, তা পশ্চিম-ইউরোপে পলায়মান গ্রীকদের সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ল। গ্রীকরা রোমের বহুকাল পদানত হয়েও বিদ্যা বুদ্ধিতে রোমকদের গুরু ছিল। এমন কি, গ্রীকর কুশচান হওয়ার এবং গ্রীক ভাষায় কৃশ্চানদের ধৰ্ম্মগ্রন্থ লিখিত হওয়ায়, সমগ্র রোমক