পাতা:পরিব্রাজক.djvu/১২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ফরাসী প্রত্ন তত্ত্ববিৎ মাসূপেরো। > X8 লুক্কায়িত মন্দিরাদির আবিক্রিয়াও তাহদের যথার্থ ইতিহাসের জ্ঞান । পূৰ্ব্বে বলেছি যে, এ নূতন গবেষণাবিদ্যা বাইবল বা নিউটেষ্টামেণ্ট গ্রন্থগুলিকে আলাদা রেখেছিল। এখন মারধোর, জেস্ত পোড়ান ত আর নেই, কেবল সমাজের ভয় ; তা উপেক্ষ কোরে অনেকগুলি পণ্ডিত উক্ত পুস্তকগুলিকেও বেজায় বিশ্লেষ করেছেন। আশা করি, হিন্দু প্রভৃতির ধৰ্ম্মপুস্তককে ওরা যেমন বেপরোয়া হয়ে টুকরো টুকরো করেন, কালে সেই প্রকার সৎসাহসের সহিত য়াহুদী ও কৃশ্চান পুস্তকাদিকেও করবেন। একথা বলি কেন, তার একটা উদ|হরণ দিই—মসূপেরে বলে এক মহা পণ্ডিতু মিসর প্রত্নতত্ত্বের অতি প্রতিষ্ঠ লেখক, ইস্তেয়ার অসিএন ওরিঅর্ণতাল বলে মিসর ও বাবিলদিগের এক প্রকাণ্ড ইতিহাস লিখেছেন । কয়েক বৎসর পূর্বে উক্ত গ্রন্থের এক ইংরেজ প্রত্নতত্ত্ববিতের ইংরাজিতে তর্জমা পড়ি। এবার British Musiumএর এক অধ্যক্ষকে কয়েকখানি মিসর ও ৰাবিল সম্বন্ধী গ্রন্থের বিষয় জিজ্ঞাসা করায়