বিষয়বস্তুতে চলুন

পাতা:পরিব্রাজক.djvu/১৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

¥९४ ক্রমে ক্রমে লেগুলি পঠিত হয়ে, প্রাচীন মিসরতত্ত্ব বিশদ কোরে ফেলছে। - মিসরির সমুদ্রপার “পুণ্ট” নামক দক্ষিণ দেশ হতে মিসরে প্রবেশ করেছিল। কেউ কেউ বলেন যে ঐ “পুণ্ট”ই বৰ্ত্তমান মালাবার, এবং মিসরিয়া এবং দ্রাবিড়ির এক জাতি। ইছাদের প্রথম রাজার নাম “মেমুস”। ইয়াদের প্রাচীন ধৰ্ম্মও কোনও কোনও অংশে আমাদের পৌরাণিক কথার স্থায় “শিবু” দেবতা “মুই” দেবীর দ্বারা আচ্ছাদিত হয়েছিলেন, পরে আর এক দেবতা “শু” এসে, বলপূৰ্ব্বক “মুইকে” তুলে ফেললেন। মুইর শরীর আকাশ হল, হাত আর দুপ হল সেই আকাশের চার স্তম্ভ। আর শিবু হলেন পৃথিবী। মুইর পুত্র কন্যা “অসিরিদ আর "ইসিস" মিসরের প্রধান দেবদেবী এবং উহাদের পুত্র “হোরস্” সৰ্ব্বোপাস্ত। এই তিন জন এক সঙ্গে উপাসিত হতেন। “ইসিস আবার গোমাতা রূপে পূজিত। পৃথিবীতে নীল নদের স্থায়, আকাশে લે ८कोत्र नौल नन आएझ्न-श्रृषिबौब्र नौग न", তাছার অংশ মাত্র। সূৰ্য্যদেব, ইহাদের মতে >\, ভারতবর্ষ হইতে মিসরে আগমন হিন্দুদের ন্যায় দেব দেবী ও গোপূজা। नौळ मम ७ সূৰ্য্যদেব ।