১২৯ আচার ইত্যাদি-ত। আর আমি কি লগে । ভবে-ইউরোপ সভ্যতা কি, এর উৎপত্বি কোথায়, আমাদের সঙ্গে ইহার কি সম্বন্ধ, এ সভাতার কতটুকু আমাদের লওয়া উচিত—এ সর সম্বন্ধে অনেক কথা বলবার রইল। শরীর কাউকে ছাড়েনা ভায়া, অতএব বারান্তরে সে সর কথা বলতে চেষ্টা করবে। অথবা বলে কি হবে ? বকবিকি বলা কওয়াতে আমাদের (বিশেষ বাঙ্গালীর ) মত কে লা মজবুত ? যদি পার ত কোরে দেখাও। কায কথা কউক, মুখকে বিরাম দাও N তবে একটা কথা বলে রাখি, গরীব নিম্নজাতিদের মধ্যে বিদ্যা ও শক্তির প্রবেশ যখন থেকে হতে লাগলো, তখন থেকেই ইউরোপ উঠতে লাগলো। রাশি রাশি, অন্য দেশের, আবর্জনার ন্যায় পরিত্যক্ত দুঃখী গরীব আমেরিকায় স্থান পায়, আশ্রয় পায় ; এরাই আমেরিকার মেরুদণ্ড ! বড়মানুষ, পণ্ডিত, ধনী, এরা শুনলে বা না শুনলে, বুঝলে বা না বুঝলে, তোমাদের গাল দিলে বা প্রশংসা করলে, কিছুই এসে যায় না, এরা হচ্ছেন শোভা >n গরীবদের উন্ন উন্নতি।
পাতা:পরিব্রাজক.djvu/১৩৮
অবয়ব