পাতা:পরিব্রাজক.djvu/১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(t আমিও যে একেবারে“ও ੋਸ਼ বঞ্চিত গোবিন্দদাস’ নহি, সেটা প্রমাণ করবার জন্য শ্ৰীদুৰ্গা স্মরণ কোরে আরম্ভ করি ; তোমরাও খোটা খুটি ছেড়ে দিয়ে C* CsIl – (নদীমুখ বা বন্দর হোতে জাহাজ রাত্রে প্রায় ছাড়ে না, – বিশেষ কলিকাতার স্যায় বাণিজ্যবহুল বন্দর, আর গঙ্গার ন্যায় নদী। যতক্ষণ না জাহাজ সমুদ্রে পৌছায়, ততক্ষণই আড়কাটির অধিকার ; তিনিই কাপ্তেন ; তাহারই হুকুম; সমুদ্রে বা আসবার সময় নদীমুখ হতে বন্দরে পৌছে দিয়ে তিনি খালাস । আমাদের গঙ্গার মুখে দুট প্রধান ভয় ; একটী বজবজের কাছে জেমস্ ও মেরি নামক চোরা বালি, দ্বিতীয়ট ডায়মণ্ড হারবারের মুখে চড়া । পুরো জোয়ারে দিনের বেলায়, পাইলট* অতি সন্তপণে জাহাজ চালান ; নতুবা নয়। কাযেই গঙ্গা থেকে বেরুতে আমাদের দুদিন লাগলো। - হৃষীকেশের গঙ্গা মনে আছে ? সেই নিৰ্ম্মল

  • আড়কাটি। বন্দর হইতে সমুদ্র পর্য্যস্ত জলের গভীরতাদি যিনি জানেন । نه

বন্দর হোতে নদীমুখ পৰ্য্যন্ত