পাতা:পরিব্রাজক.djvu/১৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

נטל সভ্যতা, আলোচনা করা যাবে ; পুরাণ বন্ধু বান্ধব ত্যাগ কোরে, এক গরীব ফরাসী নবীন বন্ধুৰ বাসায় গিয়ে বাস করলুম, (তিনি ইংরাজী জানেন না, আমার ফরাসী—সে এক অদ্ভুত ব্যাপার!) বাসন যে, বোবা হয়ে বসে থাকার না-পরিকতায়, কাযে কাযেই ফরাসী বলবার উদ্যেগ হবে অ৷র গড় গড়িয়ে ফরাসী ভাষা এসে পড়বে;–কোথায় চলুম, ভিয়েন, তুরকি, গ্রীস, ইজিপ্ত, জেরুসালম, পৰ্য্যটন কৰ্ত্তে। ভবিতব্য কে ঘোচায় বল। তোমায় পত্র লিখছি, মুসলমান প্রভুত্বের অবশিষ্ট রাজধানী কনস্টাণ্টিনোপল হতে ! সঙ্গের সঙ্গী তিন জন-দুজন ফরাসী, একজন আমেরিক । আমেরিক তোমাদের পরিচিত মিসূ ম্যালউড, ফরাসী পুরুষ বন্ধু মস্তিয় জুলবোওয়া, ফান্সের একজন সুপ্রতিষ্ঠিত দার্শনিক ও সাহিত্য লেখক ; আর ফরাসিনী বন্ধু, জগদ্বিখ্যাত গায়িকা মাদ্বমোয়াজেল কালভে। ফরাসী ভাষায় "মিষ্টর” হচ্ছেন "মস্তিয়,” আর "মিস হচ্ছেন "মাদ মোয়াজেল –‘জ’ট পূর্ব-বাঙ্গালার জ। মাদমোয়াজেল, সঙ্গের সঙ্গী।