পাতা:পরিব্রাজক.djvu/১৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রসিদ্ধ গায়িকা काल छ७ नगै সারা । ১৩২ কাল ভে আধুনিক কালের সর্বশ্রেষ্ঠ গায়িকা— অপেরা গায়িকা। এর গীতের এত সমাদর যে, এর তিন লক্ষ, চার লক্ষ টাকা বাৎসরিক আয়, খালি গান গেয়ে। এর সহিত আমার পরিচয় পূৰ্ব্ব হতে। পাশ্চত্য দেশের সর্বশ্রেষ্ঠ অভিনেত্রী মাদাম সারা বারন্হাড, আর সর্বশ্রেষ্ঠা গায়িকা কালভে, দুই জনেই ফারসী, দুজনেই ংরাজী ভাষায় সম্পূর্ণ অনভিজ্ঞ, কিন্তু ইংলণ্ড ও আমেরিকায় মধ্যে মধ্যে যান, ও, অভিনয় আর গীত গেয়ে লক্ষ লক্ষ ডলার Dollar সংগ্ৰহ করেন। ফেরাসী ভাষা—সভ্যতার ভাষা, পাশ্চত্য জগতের ভদ্রলোকের চিহ্ন, সকলেই জানে ; কাযেই এদের ইংরাজী শেখবার অবকাশ এবং প্রবৃত্তি নাই। মাদাম বার্নহার্ড বর্ষীয়সী ; কিন্তু সেজে মঞ্চে যখন ওঠেন—তখন যে বয়স, যে লিঙ্গ,অভিনয় করেন,তার হুবহু নকল ! বালিকা, বালক, যা বল তাই—হুবহু—আর সে আশ্চর্ষ্য আওয়াজ ! এরা বলে, তার কণ্ঠে রূপার তার বাজে ! বারনহাডের অমুরাগ, বিশেষ—ভারতবষের উপর ; আমায় বারম্বার বলেন, তোমাদের