পাতা:পরিব্রাজক.djvu/১৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ט\כ\ל ফোট, মন্ত্র তন্ত্র ছিল এবং এখনও যা কিছু অাছে, সে সকল ইতিহাসবদ্ধ কোরে এর এক প্রসিদ্ধ পুস্তক। ইনি সুকবি এবং ভিক্তর হুগো, লা মার্টিন প্রভৃতি ফরাসী মহাকবি এবং গেটে, সিলার প্রভৃতি জৰ্ম্মান মহাকবিদের ভেতর যে ভারতের বেদান্ত-ভাব প্রবেশ করেছে, সেই ভাবের পোষক। বেদান্তের প্রভাব ইউরোপে কাব্য এবং ২gar, দর্শনশাস্ত্রে সমধিক। ভাল কবি মাত্রই দেখছি বেদান্ত এভাব। বেদান্তী ; দার্শনিক তত্ত্ব লিখতে গেলেই ঘুরিয়ে ফিরিয়ে বেদান্ত। তবে কেউ কেউ স্বীকার করতে চায় না, নিজের সম্পূর্ণ নূতনত্ব বাহাল রাখতে চায়—যেমন হারবার্ট স্পেনসার প্রভৃতি ; কিন্তু অধিকাংশরাই স্পষ্ট স্বীকার করে । এবং ন। কোরে যায় কোথা–এ তার, রেলওয়ের, খবরকাগজের দিনে ? ইনি অতি নিরভিমানী, শান্তপ্রকৃতি, এবং সাধারণ অবস্থার লোক হলেও, অতি যত্ন কোরে আমায় নিজের বাসায় পারিসে রেখেছিলেন। এখন একসঙ্গে ভ্রমণে চলেছেন। কনস্টাণ্টিনোপল পৰ্য্যন্ত পথের সঙ্গী আর এক দম্পতী—পেয়র হিয়াসস্থ এবং তার সহধৰ্ম্মিণী ।