বিষয়বস্তুতে চলুন

পাতা:পরিব্রাজক.djvu/১৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S8) পারিস নগরী হইতে বন্ধুবর ম্যাকসিম, নান স্থানে চিঠি পত্র যোগাড় কোরে দিয়েছেন, যাতে দেশগুলো যথাযথ রকমে দেখা হয়। ম্যাকসিম-- বিখ্যাত “ম্যাকসিমগনে”র নিৰ্ম্মাতা –যে তোপে ক্রমাগত গোলা চলতে থাকে, আপনি ঠাসে, আপনি ছেড়ে, বিরাম নাই। ম্যাকসিম আদিতে আমেরিকান ; এখন ইংলণ্ডে বাস, তোপের কারখানা ইত্যাদি । ম্যাকসিম, তোপের কথা বেশী কইলে বিরক্ত হয়, বলে “আরে বাপু, আমি কি আর কিছুই করিনি,—ঐ মানুষ মারা কলটা ছাড়া ?” ম্যাকসিম চীন-ভক্ত, ভারত-ভক্ত, ধৰ্ম্ম ও দর্শনাদি সম্বন্ধে স্থলেখক । আমার বই পত্র পোড়ে অনেক দিন হতে আমার উপর বিশেষ অনুরাগ,—বেজায় অমুরাগ। আর ম্যাকুসিম সব রাজারাজড়াকে তোপ বেচে, সব দেশে জানাশুনা, কিন্তু তার বিশেষ বন্ধু লি হুং চাঙ্গ, বিশেষ শ্রদ্ধা চীনের উপর, ধৰ্ম্মামুরাগ কংফুছে মতে । চীনে নাম নিয়ে, মধ্যে মধ্যে কাগজে, কৃশ্চান পাদ্রিদের বিপক্ষে লেখা হয়—তারা চীনে কি করতে যায়, কেন বা যায়, ইত্যাদি—ম্যাকসিম, हि१r ।। ५ ।। নিৰ্ম্মাত , , "ি ।