পাতা:পরিব্রাজক.djvu/১৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Y 80 কেন্দ্রের ভেরী-ধ্বনি আজ যার নাম উচ্চারণ করবে, সে নাদ-তরঙ্গ সঙ্গে সঙ্গে তার স্বদেশকে সৰ্ব্বজন সমক্ষে গৌরবান্বিত করবে। আর আমার জন্মভূমি—এ জৰ্ম্মান, ফরাসী, ইংরাজ, ইতালী প্রভৃতি বুধমণ্ডলী-মণ্ডিত মহা রাজধানীতে তুমি কোথায়, বঙ্গভূমি ? কে তোমার নাম নেয় ? কে তোমার অস্তিত্ব ঘোষণা করে ? সে বন্থ গৌরবর্ণ প্রতিভ মণ্ডলীর মধ্য হতে এক যুব যশস্বী বীর বঙ্গভূমির, আমাদের মাতৃভূমির, নাম ঘোষণা করলেন,—সে বীর জগৎপ্রসিদ্ধ বৈজ্ঞানিক ডাক্তার জে, সি, ৰোল একা, যুবা যাঙ্গালী বৈদ্যুতিক, আজ বিদ্যুৎবেগে পাশ্চাত্য মণ্ডলীকে নিজের প্রতিভা মহিমায় মুগ্ধ করলেন—সে বিদ্যুৎসঞ্চার, মাতৃভূমির মৃতপ্রায় শরীরে নবজীবন তরঙ্গ সঞ্চার করলে ! সমগ্র বৈদ্যুতিক মণ্ডলীর শীর্ষস্থানীয় আজ-জগদীশ বস্তু—ভারতবাসী, বঙ্গবাসী! ধন্য বীর । বস্তুজ ও তাহার সতী, সাধবী, সৰ্ব্বগুণসম্পন্ন গেহিনী যে দেশে যান,সেথায়ই ভারতের মুখ উজ্জ্বল করেন —বাঙ্গালির গৌরব বর্ধন করেন। ধন্ত দম্পতী !