পাতা:পরিব্রাজক.djvu/১৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Y 80: শিল্পী, বিদ্যা ও বিদ্বানের, পশ্চাতে গৃঢ়ভাবে প্রবাহিত ইন্দ্রিয় বিলাসের স্রোত দেখে, ঘৃণায় সূর্যের মুখ মেঘকলুষিত হয়েছে, অথবা কাষ্ঠ, বস্ত্র ও নানা রাগ রঞ্জিত এ মায়। অমরাবতীর, আশু বিনাশ ভেবে, তিনি দুঃখে মেঘাবগুণ্ঠনে মূখ স্টাকলেন । ^. আমরাও পালিয়ে বঁচি, –এক্‌জিবিস ভাঙ্গা এক বৃহৎ ব্যাপার। এই ভূস্বর্গ, নন্দনোপম পারিসের রাস্তা, এক হাটু কাদ। চূণ বালিতে পূর্ণ হবেন । • দু একটা প্রধান ছাড়া, এক্সিবিজনের সমস্ত বাড়ী ঘর দোরই, কাঠ, কুঠরো, ছেড়ী স্যাত। আর চুণকামের খেলা বইত নয়—যেমন সমস্ত সংসার । তা যখন ভাঙ্গতে থাকে, সে চণের গুড়ে উড়ে দম আটকে দেয় ; ন্যাতাচোতায়, ৰালি প্রভৃতিতে পথ ঘাট কদৰ্য্য কোরে তোলে ; তার উপর বৃষ্টি হলেই, সে বিরাট কাণ্ড । ২৪শে অক্টোবর সন্ধ্যার সময় টেণ পারিস ছাড়ল অন্ধকার রাত্রি—দেখবার किछूहे ना३ ।। আমি আর মস্তিয় বোয়া এক কামরায়—শীঘ্র পত্ৰ শয়ন করলুম। নিদ্রা হতে উঠে দেখি 5\ ভাঙ্গা হাট।