বিষয়বস্তুতে চলুন

পাতা:পরিব্রাজক.djvu/১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*, ঘড়া পুরে রাখে, কত অর্থব্যয় কোরে গঙ্গোত্রীর জল রামেশ্বরের উপর নিয়ে গিয়ে চড়ায় ; হিন্দু বিদেশে যায়—রেঙ্গুন, জাভা, হংকং, জাঞ্জাবর, মাডাগাস্কর, সুয়েজ, এড়ন, মাল্টা—সঙ্গে গঙ্গাজল, সঙ্গে গীতা।"গীতা গঙ্গা—হিদুর হিদুয়ানি গেলবারে আমিও একটু নিয়ে গিয়েছিলুম-কি জানি! বাগে পেলেই এক আধ বিন্দু পান করতাম। পান কল্লেই কিন্তু সে পাশ্চাত্যজনস্রোতের মধ্যে, সভ্যতার কল্লোলের মধ্যে, সে কোটী কোট মানবের উন্মত্তপ্রায় দ্রুতপদসঞ্চারের মধ্যে, মন যেন স্থির হয়ে যেত) সে জনস্রোত, সে রজোগুণের আস্ফালন, সে পদে পদে প্রতিদ্বনি,সংঘর্ষ, সে বিলাসক্ষেত্র, অমরাবতীসম পারিস, লণ্ডন, নিউইয়র্ক, বার্লিন, রোম, সব লোপ হয়ে যেত, আর শুন্তীম সেই“হর হর হর,”দেখতাম সেই হিমালয়ক্রোড়স্থ বিজন বিপিন, আর কল্লোলিনী স্থরতরঙ্গিনী যেন হৃদয়ে মস্তকে শিরায় শিরায় সঞ্চার করছেন, আর গর্জে গর্জে ডাকছেন “হর হর হর । এবার তোমরাও পাঠিয়েছ দেখ চি মাকে মান্দ্রাজের জন্য । কিন্তু একটা কি অদ্ভুত পাত্রের