বিষয়বস্তুতে চলুন

পাতা:পরিব্রাজক.djvu/১৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ꮌ☾Ᏹ মুস্কিল। তার উপর, এ সব অষ্টিয়া প্রভৃত্তি দেশে সৈনিক বিভাগে বেতন নাই বললেই হল, এক রকম পেটভতিায় থাকতে হয় ; অবশু কয়েক বৎসর পরে ঘরে ফিরে যাও। রক্ষীর মুখ অন্ধকার হয়ে স্বদেশপ্রিয়তা প্রকাশ করলে, হাত কিন্তু আপনা হতেই বক্সিসের দিকে চললে । ফরাসীর দল রক্ষীর হাতকে রৌপ্য-সংযুক্ত কোরে, এগলর গল্প আর মেটারনিককে গাল দিতে দিতে, ঘরে ফিরলো-রক্ষী লম্বা সেলাম কোরে দোর বন্ধ করলে। মনে মনে সমগ্র ফরাসী জাতির বাপন্ত পিতন্ত অবশ্যই করেছিল । ভিয়েনা সহরে দেখবার জিনিষ মিউসিয়ম, বিশেষ বৈজ্ঞানিক মিউসিয়ম। বিদ্যার্থীর বিশেষ উপকারক স্থান। নানা প্রকার প্রাচীন লুপ্ত জীবের অস্থ্যাদি সংগ্রহ অনেক । চিত্রশালিকায় ওলন্দাজ চিত্রকরদের চিত্রই অধিক। ওলন্দাজি সম্প্রদায়ে, রূপ বার করবার চেষ্টা বড়ই কম ; জীবপ্রকৃতির অবিকল অমুকরণ এ সম্প্রদায়ের প্রাধান্ত । একজন শিল্পী বছরকতক ধরে এক কুড়ি মাছ একেছে, হয় ত এক থান মাং ওলন্দাজ চিত্র।