বিষয়বস্তুতে চলুন

পাতা:পরিব্রাজক.djvu/২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ᎼᎼ এই ত গেল উপরের কথা। নীচে মহাভয়- জেমস আর মেরী চড়া। পূর্বে দামোদর নদ জেমস্ ওনের কলকেতার ৩০ মাইল উপরে গঙ্গায় এসে চড়া । পড়তো, এখন কালের বিচিত্র গতিতে তিনি ৩১ মাইলের উপর দক্ষিণে এসে হাজির। তার প্রায় ৬ মাইল নীচে রূপনারায়ণ জল ঢালচেন, মণিকাঞ্চনযোগে তারা ত হুড়মুড়িয়ে আসুন, কিন্তু এ কাদা ধোয় কে ? কাযেই রাশীকৃত বালি। সে স্তুপ কখন এখানে, কখন ওখানে,কখন একটু শক্ত, কখনও নরম হচ্চেন । সে ভয়ের সীমা কি ! দিন রাত্র তার মাপ জোপ হচ্চে, একটু অন্যমনস্ক হলেই, দিন কতক মাপ জেপি ভুল্লেই, জাহাজের সৰ্ব্বনাশ । সে চড়ায় ছুতে না ছুতেই অমনি উলটে ফেলা ; না হয়, সোজা স্বজিই গ্রাস I এমনও হয়েছে, মস্ত তিন মাস্তুল জাহাজ লাগবার আধঘণ্ট। বাদেই খালি একটু মাস্তুলমাত্র জেগে রইলেন । এ চড়া'দামোদর–রপ-নারায়ণের মুখই বটেন। দামো দর এখন সাওতালি গায়ে তত রাজি নন, জাহাজ ষ্টীমার প্রভৃতি চাটনি রকমে নিচ্চেন। ১৮৭৭ ५: অব্দে কল কেতা থেকে কাউণ্টি অফ ষ্টারলিং