૨૦ নামক এক জাহাজে ১৪৪৪ টন গম বোঝাই নিয়ে যাচ্ছিল। ঐ বিকট চড়ায় যেমন লাগা আর তার আট মিনিটের মধ্যেই “ খোজ খবর নহি পাই ।” ১৮৭৪ সালে ২৪০০ টন বোঝাই একটা ষ্টীমারের ২ মিনিটের মধ্যে ঐ দশা হয় । ধন্য মা তোমার মুখ । আমরা যে ভালয় ভালয় পেরিয়ে এসেছি, প্রণাম করি। তু—ভায় বললেন, মশায় ! পাট মানা উচিত মাকে ; আমিও “তথাস্তু, একদিন কেন ভায়া, প্রত্যহ ।” পরদিন তু-ভায় আবার জিজ্ঞাসা করলেন, মশায় তার কি হল ? সেদিন আর জবাব দিলুম না। তার পরদিন আবার জিজ্ঞাসা করতেই খাবার সময় তু-ভায়াকে দেখিয়ে দিলুম, পাটা মানার দেড়টা কতদূর চলছে। ভায়া কিছু বিস্মিত হয়ে বললেন, “ওতে আপনি খাচ্চেন ।” তখন অনেক যত্ব কোরে বোঝাতে হলো যে, গঙ্গাহীন দেশে নাকি কলকেতার কোনও ছেলে শ্বশুরবাড়ী যায় ; সেথায় খাবার সময় চারিদিকে ঢাকঢোল হাজির ; আর শাশুড়ির বেঞ্জার জেদ, “আগে একটু দুধ খাও।” জামাই ঠাওরালে বুঝি দেশাচার ; দুধের বাটিতে
পাতা:পরিব্রাজক.djvu/২৯
অবয়ব