বিষয়বস্তুতে চলুন

পাতা:পরিব্রাজক.djvu/৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨8 যেই চুমুকটি দেওয়া অমনি চারিদিকে ঢাকঢোল বেজে উঠা । তখন তার শাশুড়ি আনন্দাশ্রীপরিপ্লুত হয়ে মাথায় হাত দিয়ে আশীৰ্ব্বাদ কোরে বল্লে, “বাবা! তুমি আজ পুত্রের কায করলে, এই তোমার পেটে গঙ্গাজল আছে, আর দুধের মধ্যে ছিল তোমীর শ্বশুরের অস্থি গুড়া করা,— শ্বশুর গঙ্গা পেলেন ।” অতএব হে ভাই ! আমি কল কেতার মানুষ এবং জাহাজে পাটার ছড়াছড়ি, ক্রমাগত মা গঙ্গায় পাট চড়ছে, তুমি কিছুমাত্র চিন্তিত হয়ে না । ভায় যে গম্ভীরপ্রকৃতি, বক্ত,তাটা কোথায় দাড়াল বোঝা গেল না। এ জাহাজ কি আশ্চৰ্য্য ব্যাপার। যে সমুদ্র ডাঙ্গা থেকে চাইলে ভয় হয়, যার মাঝখানে আকাশটা মুয়ে এসে মিলে গেছে বোধ হয়, যার গর্ভ হতে সূর্য মামা ধীরে ধীরে উঠেন আবার ডুবে যান, যার একটু ভ্ৰভঙ্গে প্রাণ থরহরি, তিনি হয়ে দাড়ালেন রাজপথ, সকলের চেয়ে সস্তা পথ ! এ জাহাজ করলে কে ? কেউ করেনি । অর্থাৎ, মানুষের প্রধান সহায়স্বরূপ যে সকল কল কব জা আছে, যা নইলে একদণ্ড চলেন, জাহাজের । ठि উহার আদিম! বর্তমান