পাতা:পরিব্রাজক.djvu/৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যুদ্ধজাহাজের ক্ৰমোন্নতি । ○● আর বড় বড় গুলি হচ্চেন বিরাট যুদ্ধের আয়োজন । আমেরিকার ইউনাইটেড ষ্টেটসের সিভিল ওয়ারের সময়, ঐকরাজ্যপক্ষেরা একখান কাঠের জঙ্গি জাহাজের গায় কতকগুলো লোহার রেল, সারি সারি বেধে ছেয়ে দিয়েছিল। বিপক্ষের গোলা, তার গায়ে লেগে, ফিরে যেতে লাগলো, জাহাজের কিছুই বড় করতে, পাল্লে না। তখন মতলব করে, জাহাজের গা লোহা দিয়ে যোড়া হতে লাগলো, যাতে দুষমনের গোলা কাষ্ঠভেদ না করে । এদিকে জাহাজি তোপেরও তালিম বাড়তে চললে । তা-বড় তা-বড় তোপ ; যে তোপ আর হাতে সরাতে, হটাতে, ঠাসতে ছুড়তে হয় ন—সব কলে হয় । পাঁচ শ লোকে যাকে একটুকুও হেলাতে পারে না, এমন তোপ, একটা ছোট ছেলে কল টিপে যে দিকে ইচ্ছে মুখ ফেরাচ্ছে, নাবাচ্ছে, ঠাস্ছে, ভরছে, আওয়াজ করছে— আবার তাও চকিতের ন্যায় । যেমন লোহার দ্যাল জাহাজের মোট হতে লাগলো, তেমনি সঙ্গে সঙ্গে বজ্ৰভেদী তোপেরও স্বষ্টি