পাতা:পরিব্রাজক.djvu/৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

चश्कि रुठा কব জার জাপকারিতা। ঔ২ অবধি, জলযুদ্ধ আর বেশী হতে হয় না। দু একটা লড়াই, আর একটা বড় জঙ্গি ফতে বা একদম হার। তবে পুর্বে, লোকে যেমন ভাবতো, যে ছু পক্ষের কেউ বাচবে না, আর একদম সব উড়ে পুড়ে যাবে, তত কিছু হয় না। ময়দানি জঙ্গের সময়, তোপ বন্দুক থেকে উভয় পক্ষের উপর যে মুষলধারা গোলাগুলি সম্পাত হয়, তার এক হিসসে যদি লক্ষ্যে লাগে ত, উভয় পক্ষের ফৌজ মরে দু মিনিটে ধুন্‌ হয়ে যায়। সেই প্রকার, দরিয়াই জঙ্গের জাহাজের গোলা, যদি ৫•• আওয়াজের একটা লাগতো ত, উভয় পক্ষের জাহাজের নাম নিসানাও থাকৃতো না। আশ্চৰ্য্য এই, যে যত তোপ বন্দুক উৎকর্ষ । লাভ করছে, বন্দুকের যত ওজন হালকা হচ্ছে, ' যত নালের কিরকিরার পরিপাট হচ্ছে, যত পাল্লা বেড়ে যাচ্ছে,যত ভর বার ঠাসবার কল কক্স হচ্ছে, যত তাড়াতাড়ি আওয়াজ হচ্ছে, ততই যেন গুলি ব্যর্থ হচ্ছে! পুরাণে ঢঙ্গের পাঁচ হাত লম্বা তোড়াদার জঙ্গেল,যাকে দোঠেঙ্গো কাঠের উপর রেখে, তাগ করতে হয়,এবং ফুক' দিয়ে