○○ জাগুন দিতে হয়, ভাইসহায় বারাখজাই, আফিদ আমি, অব্যর্থসন্ধান—জার আধুনিক সুশিক্ষিত ফৌজ, নানা-কল-কারখানা-বিশিষ্ট বন্দুক হাতে, মিনিটে ১৫০ আওয়াজ কোরে খালি হাওয়া গরম করে । অল্প স্বল্প কল কজা ভাল। মেলা কল কাজ মানুষের বুদ্ধি শুদ্ধি লোপাপত্তি কোরে, জড়পিও তৈয়ার করে। কারখানায় যে লোকগুলো কায করে, তারা দিনের পর দিন, রাতের পর রাত, বছরের পর বছর, সেই একঘেয়ে, একটা জিনিষের এক টুকরো গড়ছে। পিনের মাথাই গড়ছে, স্থতোর যোড়াই দিচ্ছে, তাতের সঙ্গে এগুপেছুই কচ্ছে, আজন্ম। ফল, ঐ কাযটও খোয়ান, আর তার মরণ—খেতেই পায় না । জড়ের মত একঘেয়ে কায কৰ্ত্তে কৰ্ত্তে, জড়বৎ হয়ে যায় । স্কুল মাষ্টারি, কেরানিগিরি কোরে, ঐ জন্যই হস্তিমুর্থ জড়পিও তৈয়ার হয়। বাণিজ্য এবং যাত্রী জাহাজের গড়ন অন্য ঢঙ্গের । যদিও কোন কোন বাণিজ্য-জাহাজ এমন ঢঙ্গে তৈয়ার যে, লড়ায়ের সময় অত্যন্ন জায়াসেই দু চারটা তোপ ৰসিয়ে, অন্যান্য নিরস্ত্র & ৰাজী জাহাজ।
পাতা:পরিব্রাজক.djvu/৪২
অবয়ব