৩৭, ধস্থ ইংরাজরাজ ! তোমার ধনে পুত্রে লক্ষী লাভ ত হয়েছেই,আরও হোক আরও হোক। কপনি,ধৃতির টুকরো পোরে বাচি । তোমার কৃপায় শুধু পায়ে শুধু মাথায় হিল্লি দিল্লি যাই, তোমার দয়ায় হাত চুবড়ে সপাসপ দাল ভাত খাই। দিশি সাহেবিত্ব লুভিয়েছিল আর কি, ভোগা দিয়েছিল আর কি। দিশি কাপড় ছাড়লেই, দিশি ধৰ্ম্ম ছাড় লেই, দিশি চাল চলন ছাড় - লেই, ইংরেজ রাজা মাথায় কোরে নাকি নাচবে শুনেছিলুম ; কৰ্বেও যাই আর কি, এমন সময় গোরা পায়ের সবুট লাথির হুড়োহুড়ি, চাবুকের সপাসপ,—পালা পালা, সাহেবিতে কায নেই, নেটিভ কব লা ! “সাধ করে শিখেছিনু সাহেৰানি কত, গোরার বুটের তলে সব হৈল হত" ধন্য ইংরাজ সরকার! তোমার “তকৎ তাজ । অচল রাজধানী” হউক । আর যা কিছু সাহেৰ হবার সাধ ছিল, মিটিয়ে দিলে মার্কিন ঠাকুর। দাড়ির জ্বালায় অস্থির, কিন্তু নাপিতের দোকানে ঢোকবামাত্রই বলে, “ও চেহারা এখানে চলবে লা”। মনে কল্প,ম, বুঝি পাগড়ি মাখায়, গেরুয়৷
পাতা:পরিব্রাজক.djvu/৪৬
অবয়ব