পাতা:পরিব্রাজক.djvu/৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

"לס o ● রঙ্গের বিচিত্র ধোঁকড়া মন্ত্র গায়, অপরূপ দেখে নাপিতের পছন্দ হল না ; তা একটা ইংরাজি ৰোট আর টোপা কিনে আনি । অানি আর কি-ভাগ্যিস একটা ভদ্র মার্কিনের সঙ্গে দেখা, সে বুঝিয়ে দিলে যে বরং ধোঁকড়া আছে ভাল, ভদ্রলোকে কিছু বলবে না, কিন্তু ইউরোপি পোষাক পরলেই মুস্কিল, সকলেই তাড়া দেবে। আরও দু একটা নাপিত ঐ প্রকার রাস্তা দেখিয়ে দিলে। তখন নিজের হাতে কামাতে ধরলুম। ক্ষিধেয় পেট জ্বলে যায়, খাবার দোকানে গেলুম, “অমুক জিনিষটা দাও ;” বলে “নেই”। “ঐ যে রয়েছে” । “ওহে বাপু সাদা ভাষা হচ্ছে, তোমার এখানে বসে খাবার জায়গা নেই”। “কেন হে বাপু” ? “তোমার সঙ্গে যে খাবে, তার জাত যাবে।” তখন অনেকটা মার্কিন মুলুককে দেশের মত ভাল লাগতে লাগলো। যাক পাপ কালা আর ধলা, আর এই নেটিভের মধ্যে উনি পাচ পো আৰ্য্য রক্ত, উনি চার পো, উনি দেড় ছটাক কম, ইনি আধ ছটাক, আধ কাচ্চ বেশী ইত্যাদি। বলে “ছুচোর