পাতা:পরিব্রাজক.djvu/৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নেতা বা সরদার কে হতে পারে। 8 তবে বলে, বড় ঝাপটা হলে, জাহাজ বিপদে পড়লে, এদের সাহস থাকে না । হরিবোল হরি। কাযে দেখা যাচ্ছে—ও অপবাদ মিথ্যা । বিপদের সময় গোরাগুলো ভয়ে, মদ খেয়ে, জড় হয়ে, নিকৰ্ম্মা হয়ে যায়। দেশী খালাসি এক ফোটা মদ জন্মে খায় না, আর এ পর্য্যন্ত কোন মহা বিপদে একজনও কাপুরুষত্ব দেখায় নাই। বলি, দেশী সেপাই কি কাপুরুষত্ব দেখায় ? তবে নেতা চাই। জেনেরল ঠুঙ, নামক এক ইংরাজ বন্ধু সিপাহীর হাঙ্গামার সময় এ দেশে ছিলেন। তিনি গদরের গল্প অনেক করতেন। একদিন কথায় কথায় জিজ্ঞাসা করা গেল যে, সিপাহীদের এত তোপ বারুদ রসদ হাতে ছিল, আবার তার স্বশিক্ষিত ও বহুদৰ্শী, তবে এমন কোরে হেরে মলো কেন ? জবাব দিলেন যে, তাদের মধ্যে যারা নেতা হয়েছিল, সে গুলো অনেক পেছন থেকে "মারো বাহাদুর” rলতে বাহাদুর” কোরে চেঁচাচ্ছিল ; অফিসার এগিয়ে মৃত্যু মুখে না গেলে কি সিপাহী লড়ে ? সকল কাযেই এই । “শিরদার ত সরদার”;