পাতা:পরিব্রাজক.djvu/৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

կՀ জাহাজ বঙ্গোপসাগরে যাচ্ছে। এ সমুদ্র গগা নাকি বড়ই গভীর। যেটুকু অল্প জল ছিল, সেটুকু মা গঙ্গা হিমালয় গুড়িয়ে, পশ্চিম ধুয়ে এনে, বুজিয়ে জমি করে নিয়েছেন। লে জমি আমাদের বাঙ্গালা দেশ । বাঙ্গালা দেশ অfর বড় এগুচ্চেন না, ঐ সোদর বন পর্য্যন্ত । কেউ কেউ বলেন, সোদর বন পুৰ্ব্বে গ্রাম নগর-ময় ছিল, উচ্চ ছিল। অনেকে এখন ও কথা মানতে চায় না। যাহক ঐ সোদর বনের মধ্যে, আর বঙ্গোপসাগরের উত্তরভাগে অনেক কারখানা হয়ে গেছে। এই সকল স্থানেই পর্তুগিজ বম্বেটেদের আড্ডা হয়েছিল ; আরাকান রাজের, এই সকল স্থান অধিকারের, বহু চেষ্টা ; মোগল প্রতিনিধির, গঞ্জালেজ, প্রমুখ পর্তুগিজ বম্বেটােদের শাসিত করবার নানা উদ্যোগ ; ৰারম্বার ক্রিশ্চিয়ান, মোগল, মগ, বাঙ্গালির যুদ্ধ। o একে বঙ্গোপসাগর স্বভাবচঞ্চল, তাতে আবার এই বর্ষাকাল, মৌসুমের সময়, জাহাজ খুব হেলতে তুলতে যাচ্ছেন। তবে এইত আরম্ভ,