পাতা:পরিব্রাজক.djvu/৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

UI TU * জাতির আবাস—যাদের সভ্যতা সৰ্ব্ব প্রাচীন— যাদের “মুমের” নামক শাখা “ইউফেটিস” তীরে প্রকাগু সভ্যতাবিস্তার অতি প্রাচীনকালে করেছিল—যাদের জ্যোতিষ, ধৰ্ম্মকথা, নীতি, আচার প্রভৃতি আসিরি বাবিলি সভ্যতার ভিত্তি— যাদের পুরাণসংগ্রহ বাইবেলের মূল—যাদের আর এক শাখা মলবর উপকূল হয়ে অদ্ভুত মিসরি সভ্যতার স্বষ্টি করেছিল—যাদের কাছে আর্য্যেরা অনেক বিষয়ে ঋণী । এদেরি প্রকাণ্ড প্রকাণ্ড মন্দির দাক্ষিণাত্যে বীর শৈব বা বীর বৈষ্ণবসম্পদায়ের জয় ঘোষণা করছে। এই যে এত বড় বৈষ্ণবধৰ্ম্ম–এও এই "তামিল” নীচবংশোদ্ভূত ঘট কোপ হতে উৎপন্ন, যিনি"বিক্রীয় সূৰ্পং স চচার যোগী”। এই তামিল আলওয়াড় বা ভক্তগণ এখনও সমগ্র বৈষ্ণবসম্প্রদায়ের পূজ্য হয়ে রয়েছেন। এখনও এদেশে বেদান্তের দ্বৈত, বিশিষ্ট, বা অদ্বৈত, সমস্ত মতের যেমন চর্চা, তেমন আর কুত্রাপি নাই। এখনও ধৰ্ম্মে অনুরাগ এদেশে যত প্রবল, তেমন আর কোথাও নাই । to চব্বিশে জুন রাত্রে আমাদের জাহাজ মন্দ্রিাজে |br