পাতা:পরিব্রাজক.djvu/৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাকজি ওবন্ধুগণের অভ্যর্থনা। qw পৌঁছিল। প্রাতঃকালে উঠে দেখি, সমুদ্রের মধ্যে পাচিল দিয়ে ঘিরে নেওয়া মন্দ্রিাজের বন্দরে রয়েছি । ভেতরে স্থির জল ; আর বাহিরে উত্তাল তরঙ্গ গজরাচ্ছে, আর এক এক বার বন্দরের দ্যালে লেগে দশ বার হাত লাফিয়ে উঠছে, আর ফেনময় হয়ে ছড়িয়ে পড়ছে। সামনে স্থপরিচিত মান্দ্রাজের ষ্ট্র্যাগু রোড। দুজন ইংরেজ পুলিস ইন্সপেক্টর, একজন মান্দ্রাজি জমাদার,এক ডজন পাহারওয়ালা জাহাজে উঠ লে। অতি ভদ্রতাসহকারে আমায় জানালে যে কাল আদমির কিনারায যাবার হুকুম নাই, গোরার অাছে। কালা যেই হক না কেন সে যে রকম নোংরা থাকে তাতে তার প্লেগবীজ নিয়ে বেড়াবার বড়ই সস্তাবনা—তবে আমার জন্য মান্দ্রাজিরা বিশেষ হুকুম পাবার দরখাস্ত করেছে –বোধ হয় পাবে। ক্রমে দুচারিটি কোরে মান্দ্রাজি বন্ধুরা নৌকায় চড়ে, জাহাজের কাছে আসতে লাগল। ছোয়াছুয়ি হবার যো নাই, জাহাজ থেকে কথা কও । আলাসিঙ্গা, বিলিগিরি, নরসিমাচাৰ্য্য, ডাক্তার নঞ্জনরাও, কীডি