পাতা:পরিব্রাজক.djvu/৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Qお প্রভৃতি সকল বন্ধুদেরই দেখতে পেলুম। অর্ণব কলা, নারিকেল, রাধা দধ্যোদন, রাশীকৃত গজ, নিম্কি ইত্যাদির বোঝ। আসতে লাগল। ক্রমে ভিড় হতে লাগ ল—ছেলে মেয়ে, বুড়ো, নৌকায় নৌকা । আমার বিলাতি বন্ধু মিঃ শ্বামিএর, ব্যারিষ্টার হয়ে মান্দ্রাজে এসেছেন, তাকেও দেখতে পেলেম । রামকৃষ্ণানন্দ আর নির্ভয় বারকতক আনাগোনা করলে। তারা সারাদিন সেই রৌদ্রে নৌকায় থাকবে –শেষে ধমকাতে তবে যায় । ক্রমে যত খবর হল যে আমাকে নাবতে হুকুম দেবে না, তত নৌকার ভিড় আরও বাড়তে লাগল ! শরীরও ক্রমাগত জাহাজের বারাণ্ডায় ঠেস দিয়ে দাড়িয়ে দাড়িয়ে অবসন্ন হয়ে আসতে লাগল। তখন মান্দ্রাজি বন্ধুদের কাছে বিদায় চাহিলাম, ক্যাবিনের মধ্যে প্রবেশ করলাম। আলাসিঙ্গ, “ব্রহ্মবাদিন” ও মান্দ্রাজি কায কৰ্ম্ম সম্বন্ধে পরামর্শ করবার অবসর পায় না ; কাযেই সে কলম্বো পর্য্যন্ত জাহাজে চললে। সন্ধ্যার সময় জাহাজ ছাড়লে । তখন একটা রোল উঠলো। জানল।