পাতা:পরিব্রাজক.djvu/৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভারত মহাসাগর। هانی দিয়ে উকি মেরে দেখি, হাজারখানেক মান্দ্রাঞ্জি স্ত্রী, পুরুষ, বালক বালিকা, বন্দরের বঁাধের উপর বসেছিল—জাহাজ ছাড়তেই, তাদের এই বিদায়সূচক রব! মান্দ্রাজির আনন্দ হলে বঙ্গদেশের মত হুলু দেয়। মান্দ্রাজ হতে কলম্বো চারি দিন। যে তরঙ্গভঙ্গ গঙ্গাসাগর থেকে আরস্তু হয়েছিল, ত৷ ক্রমে বাড়তে লাগল। মান্দ্রাজের পর আরও বেড়ে গেল। জাহাজ বেজায় দুলতে লাগল। যাত্রীরা মাথা ধরে দ্যাকার কোরে অস্থির । বাঙ্গালির ছেলে দুটিও ভারি “সিক”। একটি ত ঠাউরেছে মরে যাবে ; তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে দেওয়া গেল, যে কিছু ভয় নাই, অমন সকলেরই হয়, ওতে কেউ মরেও না, কিছুই না। সেকেণ্ড কেলাসটা আবার “স্ক্রর” ঠিক উপরে। ছেলে দুটিকে কালা আদমি বলে, একটা অন্ধকূপের মত ঘর ছিল, তারির মধ্যে পুরেছে। সেখানে পবনদেবেরও যাবার হুকুম নাই, সূর্যেরও প্রবেশ নিষেধ। ছেলে দুটির ঘরের মধ্যেও যাবার যো নেই ;