পাতা:পরিব্রাজক.djvu/৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সিংহলে বৌদ্ধধৰ্ম্ম প্রচার। ৬৬ অমুরাধা বলে এক মেয়ে ত নিজে কল্লেন বিয়ে ; আর সে বুনোর মেয়েকে জলাঞ্জলি দিলেন ; সে জাতকে জাত নিপাত কৰ্ত্তে লাগলেন। বেচারিরা প্রায় সব মারা গেল। কিছু অংশ ঝাড় জঙ্গলে আজও বাস করছে। এই রকম কোরে লঙ্কার নাম হল সিংহল, আর হল বাঙ্গালি বদমায়েসের উপনিবেশ ! ক্রমে অশোক মহারাজার আমলে, তার ছেলে মাহিন্দো, আর মেয়ে সংঘমিত্তা, সন্ন্যাস নিয়ে, ধৰ্ম্ম প্রচার কৰ্ত্তে, সিংহল টাপুতে উপস্থিত হলেন । এরা গিয়ে দেখলেন যে, লোকগুলো বড়ই আদাড়ে হয়ে গিয়েছে। আজীবন পরিশ্রম কোরে, সেগুলোকে যথাসম্ভব সভ্য করলেন ; উত্তম উত্তম নিয়ম করলেন ; আর শাক্যমুনির সম্প্রদায়ে আনলেন। দেখতে দেখতে সিলোনির বেজায় গোড়া বৌদ্ধ হয়ে উঠলো। লঙ্কাদ্বীপের মধ্যভাগে এক প্রকাণ্ড সহর বানালে, তার নাম দিলে অনুরাধাপুরম এখনও সে সহরের ভগ্নাবশেষ দেখলে, আক্কেল হায়রান হয়ে যায়। প্রকাণ্ড প্রকাও স্তুপ, ক্রোশ ক্রোশ পাথরের ভাঙ্গা