বিষয়বস্তুতে চলুন

পাতা:পরিব্রাজক.djvu/৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\ዓ

বাড়ী, দাড়িয়ে আছে। আরও কত জঙ্গল হয়ে রয়েছে, এখনও সাফ হয় নাই । সিলোনময় নেড় মাথা, করোয়াধারী, হল দে চাদর মোড়া, ভিক্ষু ভিক্ষুণী ছড়িয়ে পোড়লো। জায়গায় জায়গায় বড় বড় মন্দির উঠলো—মস্ত মস্ত ধ্যানমূৰ্ত্তি, জ্ঞান মুদ্রা কোরে প্রচারমূৰ্ত্তি, কাৎ হয়ে শুয়ে মহানিৰ্ব্বাণ মূৰ্ত্তি—তার মধ্যে। আর দেয়ালের গায়ে সিলোনির দুষ্ট মি করলে—নরকে তাদের কি হাল হয়, তাই অাঁকা ; কোনটাকে ভূতে ঠেঙ্গাচ্ছে, কোনটাকে করাতে চিরছে, কোনটাকে পোড়াচ্ছে, কোনটাকে তপ্ত তেলে ভাজ ছে, কোনটার ছাল ছাড়িয়ে নিচ্ছে—সে মহাবীভৎস কারখানা ! এ ‘অহিংসা পরমোধৰ্ম্মে’র ভেতরে যে এমন কারখানা কে জানে বাপু ! চীনেও ঐ হাল ; জাপানেও ঐ । এদিকে ত অহিংসা, আর সাজার পরিপাটি দেখলে আত্মাপুরুষ শুকিয়ে যায়। এক ‘অহিংসা পরমে ধৰ্ম্মের বাড়ীতে ঢুকেছে—চোর। কৰ্ত্তার ছেলেরা তাকে পাকুড়া কোরে, বেদম, পিটছে। তখন কৰ্ত্তা দোতলার বারাণ্ডায় এসে, গোলমাল તઃ, ধৌদ্ধধর্থের অবনতি।