পাতা:পরিব্রাজক.djvu/৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পল্লিচন্ন । مجمع مضہ aوجہ سیدس۔ হে পাঠক ! প্রাচীন পরিব্রাজক আশীৰ্ব্বাণী উচ্চারণ ঋরিয়া দ্বারে দণ্ডায়মান । তোমার ও কুলগত আতিথ্য চিরপ্রথিত। অতিথি যতিকে পূর্বের ন্যায় সম্মানপূর্বক আহবান । করিয়া গৃহমধ্যে স্থান দিবে কি ? এবার কেবল ভারতভ্রমণ মহে ; পৃথিবীর নানা স্থান পর্যটনের অভিজ্ঞতাদানে তিনি স্তেত ! তাহার ক্রমুখ হইতে সে সকল কথা শুনিলে বুঝিবে তাহার ভ্রমণ উদেশ্ববিহীন নহে। কিসে ভারতে মৰ্ত্তমান অমানিশার অবসান হইয়। পূর্ববগৌরব পুনরায় উজ্জ্বলতর বর্ণে উদ্ভাসিত হইবে এই চিন্তা ও চেষ্টাই তাহার প্রতিপাদবিক্ষেপের মূলে। আবার ভারতের দুর্দশা কোথা হইতে আসিল, কোন শক্তিবলে উহা অপগত হইবে, কোথায়ই বা সে সুপ্তশক্তি নিহিত রহিয়াছে এবং উহার উদ্বোধন ও প্রয়োগের উপকরণই বা কি এ সকল গুরুতর, শ্লিষয়ের মীমাংসা করিয়াই যে র্তাহাকে ক্ষান্ত দেখিবে ভাই৷