Y লাল চোখ, মহাবীরের মত, তামিলদের মাতওয়ারা নাচ না দেখলে, বুঝতে পারবে না। কলম্বোর বন্ধুরা নাববার হুকুম আনিয়ে রেখেছিল, অতএব ডাঙ্গায় নেবে বন্ধু বান্ধবের সঙ্গে দেখা শুনা হল । সার কুমার স্বামী হিন্দুদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি ; তার স্ত্রী ইংরেজ, ছেলেট শুধু পায়ে, কপালে বিভূতি। ঐযুক্ত অরুণাচলম-প্রমুখ বন্ধু বান্ধবেরা এলেন। অনেক দিনের পর মুড়গুতমির খাওয়া হল আর কিং ককোয়ানট । ডাব কতকগুলো জাহাজে তুলে দিলে। মিসেস্ হিগিন্সের সঙ্গে দেখা হল—র্তার বৌদ্ধ মেয়েদের বোডিং স্কুল দেখলাম। আমাদের পূর্ব পরিচিত কাউন্টেস্ কানোভারার মঠ ও স্কুল দেখলাম। কাউণ্টেসের বাড়ীটী মিসেস্ হিগিন্সের অপেক্ষা প্রশস্ত ও সাজান। কাউণ্টেস্ ঘর থেকে টাকা এনেছেন, আর মিসেস হিগিন্স ভিক্ষে কোরে কোরেছেন। কাউণ্টেস্ নিজে গেরুয়া কাপড় বাঙ্গালার ਮੀਰ মত পরেন । সিলোনের বৌদ্ধদের মধ্যে ঐ ঢঙ্গ খুব ধরে গেছে দেখলাম।
পাতা:পরিব্রাজক.djvu/৮০
অবয়ব