পাতা:পরিব্রাজক.djvu/৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ፃ¢ করছেন। আর কি করা যায় ; লেখা পড়া এ জুলুনির চোটে মুস্কিল। ক্যাবিনের ভেতর বসা দায় , জানলাটা এটে দিয়েছে—ঢেউয়ের ভয়ে। এক দিন ‘তু ভায় একটু খুলে রেখেছিলেন, একটা ঢেউয়ের এক টুকরো এসে জলপ্লাবন কোরে গেল। উপরে সে ওছল পাছলের ধূম কি ! তারি ভেতরে তোমার উদ্বোধনের কায অল্প স্বল্প চলছে মনে রেখো । জাহাজে দুই পাত্রী উঠেছেন। একটী আমেরিকান—সস্ত্রীক, বড় ভাল মানুষ, নাম বোগেশ । বোগেশের সাত বৎসর বিয়ে হয়েছে ; ছেলে মেয়েতে ছটী সন্তান—চাকররা বলে খোদার বিশেষ মেহেরবানি—ছেলেগুলোর সে অনুভব হয় না বোধ হয় । একখান—কাথা পেতে বোগেশঘরণী ছেলেপিলেগুলিকে ডেকের উপর শুইয়ে, চলে যায় । তারা নোংরা হয়ে কেঁদেকেটে গড়াগড়ি দেয় । যাত্রীরা সদাই সভয়। ডেকে ৰেড়াবার ষো নাই ; পাছে বোগেশের ছেলে মাড়িয়ে ফেলে। খুব ছোটটাকে একট, কানাতোলা চৌকো চুবড়িতে শুইয়ে, বোগেশ একট পাঞ্জী যাত্রী।