বিষয়বস্তুতে চলুন

পাতা:পরিব্রাজক.djvu/৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ህy® এই মিসরে, টলেমি বাদসার সময়ে, সম্রাট ধৰ্ম্মাশোক ধৰ্ম্ম প্রচারক পাঠান। তার ধৰ্ম্ম প্রচার করত, রোগ ভাল করত, নিরামিষ খেত, বিবাহ করত না, সন্ন্যাসী শিষ্য করত। তারা নানা সম্প্রদায়ের স্বষ্টি করলে । থেরাপিউটু, অসসিনি, মনিকি, ইত্যাদি ; যা হতে বৰ্ত্তমান কৃশ্চনি ধৰ্ম্মের সমুদ্ভব। এই মিসরই টলেমিদের রাজত্বকালে সৰ্ব্ববিদ্যার আকর হয়ে উঠেছিল। এই মিসরেই সে আলেকজেন্দ্রিয়া নগর ; যেখানকার বিদ্যালয়, পুস্তকাগার, বিদ্বজ্জন, জগৎপ্রসিদ্ধ হয়েছিল। যে আলেকজেন্দ্রিয়া মুখ গোড়া ইতর ক্রিশ্চিয়ানদের হাতে পড়ে, ধ্বংস হয়ে গেল-পুস্তকালয় ভস্মরাশি হল—বিদ্যার সৰ্ব্বনাশ হল ! শেষ বিদুষী নারীকে ক্রিশ্চিয়ানের নিহত কোরে, নগ্নদেহ রাস্তায় রাস্তায় টেনে বেড়িয়ে সকল প্রকার বীভৎস অপমান কোরে, অস্থি হতে টুকরা টুকরা মাংস আলাদা কোরে ফেলেছিল । আর দক্ষিণে—বীরপ্রসূ আরাবের মরুভূমি। কখন আলখাল্লা বোলান, পশমের গোছা দড়ি দিয়ে একখানা মস্ত রুমাল মাথায় অাট, বদ রাজা অশোক ও মিসরদেশে বৌদ্ধধর্ম প্রচার। ক্রিশ্চিয়ানদের অত্যাচার }