পাতা:পরিব্রাজক.djvu/৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ԵՆ আনন্দ হয়। যেখানে জোলো গরমি, যেমন বাঙ্গালা দেশ, সেখানে শরীর অত্যন্ত অবসন্ন शtन्न भएप्ल, श्रांद्र जब छूर्सिल । রেডসির নামে যাত্রীদের হৃৎকম্প হয়— cबरुनिब*बनि । जग्नांमक शब्रभ-ठांग्र, uहे शब्रमिकल ।। ८७एक বলে যে যেমন পারছে একটা ভীষণ দুর্ঘটনার গল্প শোনাচ্ছে । কাপ্তেন, সকলের চেয়ে চেচিয়ে বলছেন। তিনি বলেন, দিনকতক আগে একখানা চীন যুদ্ধজাহাজ এই রেড সি দিয়ে যাচ্ছিল, তার কাপ্তেন ও আটজন কয়লাওয়ালা-খালাসি গরমে মরে গেছে । বাস্তবিক কয়লাওয়ালা একে অগ্নিকুণ্ডের মধ্যে দাড়িয়ে থাকে, তায় রেডসির নিদারুণ গরম। কখন] কখন খেপে উপরে দৌড়ে এসে কাপ দিয়ে জলে পড়ে, আর ডুবে মরে ; কখনও বা গরমে নীচেই মারা যায় । এই সকল গল্প শুনে হৃৎকম্প হবার ত যোগাড়। কিন্তু অদৃষ্ট ভলি, আমরা বিশেষ গরম কিছুই পেলুম না। হাওয়া দক্ষিণী না হয়ে উত্তর থেকে আসতে লাগল-সে ভূমধ্যসাগরের ঠাণ্ডা হাওয়া। ।