এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
ফাকি
পৈচে তাবিজ বাজুবন্ধ গড়িয়ে দেওয়া চাই ; অনেক টেনেটুনে তবু পচিশ টাকা খরচ হবে তারি ;
সে ভাবনাটা ভারি রুক্মিনিরে করেছে বিত্রত।
তাই এবারের মতো
অামার পরে ভার কুলি-নারীর ভাবনা ঘোচাবার।
অাজকে গাড়ি-চড়ার অাগে একেবারে থেকে
পচিশ টাকা দিতেই হবে ওকে ।
অবাক কাণ্ড এ কী ! এমন কথা মানুষ শুনেছে কি ! জাতে হয়তো মেথর হবে কিম্বা নেহাত ওঁচা,
যাত্রীঘরের করে ঝাড়ামোছা,
পচিশ টাকা দিতেই হবে তাকে ! এমন হলে দেউলে হতে ক দিন বাকি থাকে ! “আচ্ছা আচ্ছা, হবে হবে । আমি দেখছি, মোট একশো টাকার অাছে একটা নোট,
সেটা আবার ভাঙানো নেই ?
বিহু বললে, “এই ইস্টিশনেই ভাঙিয়ে নিলেই হবে ।’
- আচ্ছা, দেব তবে?
સ્વ હતા.